More

    অলরাউন্ডার সাকিবের রাজনীতিতে নতুন ইনিংস শুরু

    বাংলাদেশের জান,বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান সারাবছর থাকেন আলোচনার শীর্ষে।হোক সেটা ইতিবাচক অথবা নেতিবাচক।আপনি সাকিবকে পছন্দ নাই করতে পারেন কিন্তু মাঠে তাঁর নেতৃত্ব গুণ,আত্মনিবেদন ও নিজেকে উজার করে দেয়ার মানসিকতা নিয়ে কারও সন্দেহ নেই।

    বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় তিনি। ১৮ কোটি মানুষের এই দেশটাকে গত ১৭ বছর যাবৎ অনেক খুশির উপলক্ষ এনে দিয়েছেন তিনি বারংবার।কে ভেবেছিল ছিপছিপে গরনের মাগুরা থেকে উঠে আসা এ ছেলেটা একদিন বিশ্ব ক্রিকেট শাসন করবে।

    দেশের ক্রীড়া প্রেমীদের প্রায়সই বলতে শোনা যায় সাকিব দলে থাকা মানে একজন অতিরিক্ত প্লেয়ার নিয়ে মাঠে নামা।প্রায় পনেরো হাজার আন্তর্জাতিক রানের পাশে ষাড়ে ছয়শ’র অধিক আন্তর্জাতিক উইকেটের এমন পরিসংখান তারই সাক্ষ্য বহন করে।সাকিব কোথায় নেই?মাঠে,শুটিংয়ের সেটে,ব্যবসায়িক প্রচারণায়,পরিবারের সাথে এমনকি বন্ধুদের আড্ডাসহ নানাবিধ জায়গায় তাঁর পদচারণা।এবার শুরু হলো রাজনৈতিক নেতা হিসেবে তাঁর নতুন ইনিংস।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকার কাণ্ডারী তিনি।

     

    এত এত দ্বায়িত্ব কিভাবে সামলান চেই প্রশ্নে তিনি একবার বলেন, ‘যে পারে সে সব পারে’।ক্যারিয়ারের এই গোধূলিলগ্নে আমরাও চাই আপনি পাড়ুন।বাংলাদেশের আরও অনেক বড় বড় অর্জন আসুক আপনার হাত ধরে কারণ আপনিই আমাদের ফাটাকেষ্ট ‘যে খবর পড়ে না,খবর দেখে না,খবর তৈরি করে’।   

    Related articles

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Share article

    spot_img

    Latest articles

    Newsletter

    Subscribe to stay updated.