আন্দ্রেয়া মাদালিনা রাদুকান হলেন একজন বিশ্বমানের রোমানিয়ান জিমন্যাস্ট (অবসরপ্রাপ্ত), লেখক, সাংবাদিক এবং ক্রীড়া ভাষ্যকার, 2000 সিডনি অলিম্পিক গেমসে ভল্টিংয়ে দলের স্বর্ণ এবং রৌপ্য পদক বিজয়ী, চ্যাম্পিয়নশিপ শৈল্পিক জিমন্যাস্টিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপে একাধিক স্বর্ণ ও রৌপ্য পদক বিজয়ী।