ক্রিকেট ইতিহাসের সবচেয়ে স্বল্পদৈর্ঘ্য টেস্ট দেখলো সাউথ-আফ্রিকার কেপটাউনের নিউল্যান্ডস। ১৯৩২ সালের পুরনো দুই দিনের মধ্যে শেষ হওয়া সবচেয়ে স্বল্পদৈর্ঘ্য টেস্টে মোট বল করা হয়েছিল ৬৫৬টি যার প্রতিদ্বন্দ্বী ছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।এবার নিউল্যান্ডস গ্রাউন্ডে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে চলাকালীন ২য় টেস্টটি শেষ হলো ৬৪২ বলে এবং গড়ে ফেললো নতুন বিশ্বরেকর্ড।৯২ বছর আগের রেকর্ডটি ভাঙার নেপথ্য নায়ক ভারতের দুই পেসার মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরা।এই দুইজনের আগুনঝড়া বোলিংয়ের পর ২য় ইনিংসে ভারত সাত উইকেট হাতে রেখে মাত্র ১২ ওভারে টপকে যায় ৭৯ রানের সহজ টার্গেট।সিরজটি ১-১ এ ড্র হয়।সপ্তম চেষ্টায় প্রথমবার কেপটাউনে টেস্ট জিতল ভারত।
Comments
Latest articles
Newsletter
Subscribe to stay updated.